ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাকৃবি সাংবাদিক সমিতির মতবিনিময়
Published: 2021-03-31 20:39:15 BdST, Updated: 2021-04-14 19:47:03 BdST

বাকৃবি লাইভ: বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিভিন্ন সমস্যা, করোনার প্রকোপ, বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস জানানো হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ. কে. এম. জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মো. রিজওয়ানুল হক, সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ন কবীর, বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আবুল বাশার মিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এবিএম//এমজেড