Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অনুমোদন পেল আরো ৩৮ মেটিকেল কলেজ

প্রকাশিত: ১১ নভেম্বার ২০২২, ০৪:১১

মেডিকেল শিক্ষার্থী: ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য দেশে আরো ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার মা ও শিশু মৃত্যু হার কমাতে প্রতিনিয়ত কাজ করছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। সর্বোপরি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

ঢাকা, ১০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ