Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আজও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২২, ২৩:৩১

আজও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

লাইভ প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে আজও (শনিবার) কর্মবিরতিতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তারা অনেকটাই বেকায়দায় আছেন। অনেকেই হাসপাতাল ছাড়ছেন।

প্রসঙ্গত গত ৮ আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার প্রাঙ্গনে মারধরের শিকার হন সাজ্জাদ হোসেন নামের এক ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় পরের দিন (মঙ্গলবার) শাহবাগ থানায় সাধারণ ডায়েরি এবং বুধবার ঢাবির উপাচার্য ও ঢামেকের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ।

সংশ্লিস্টরা জানান, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও অপরাধী শনাক্ত না হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন তারা। ফলে নানাবিধ সমস্যায় আছেন রোগীরা।


ঢাকা, ১৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওটিএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ