Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অবরুদ্ধ

প্রকাশিত: ৯ জুন ২০২২, ০৪:১৬

আন্দোলনরত শিক্ষার্থীরা

লাইভ প্রতিবেদক: স্যার স‌লিমুল্লাহ মে‌ডিকেল ক‌লে‌জে অব‌রোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের ছাত্রাবা‌সগু‌লোতে বাস‌যোগ্য প‌রি‌বেশ গ‌ড়ে তোলার দাবি‌তে প্রিন্সিপাল নুরুল হুদা লে‌লিন‌কে ‌দেড় ঘন্টা অব‌রুদ্ধ ক‌রে রা‌খে।

বুধবার (৮ জুন) কলেজের ক‌য়েকশত শিক্ষার্থী একা‌ডে‌মিক ভব‌নে জ‌ড়ো হ‌য়ে প্রিন্সিপালকে অবরুদ্ধ করে রাখেন। প‌রে তি‌নি শিক্ষার্থী‌দের স‌ঙ্গে আলোচনায় ব‌সে সমস্যা সমাধা‌নের আশ্বা‌স দিলে তারা অব‌রোধ তু‌লে নেয়।

ক‌লে‌জের স‌চিব মো. এনা‌য়েত কবীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক‌লে‌জ হো‌স্টেলগু‌লো‌ পুরাতন হ‌য়ে যাওয়ায় সুয়া‌রেজ, পা‌নির লাইন ও আসবাবপত্র, দরজা জানালা ভে‌ঙ্গে যাওয়ায় হলগু‌লো‌তে বসবাস করা কষ্টকর হ‌য়ে প‌ড়ে‌ছে। বি‌শেষ ক‌রে গত একমাস যাবৎ পা‌নি না থাকায় বে‌শি সমস্যা হ‌চ্ছে।‌ এজন্য ছাত্রদের জন্য নতুন দু‌টি ও ছাত্রী‌দের জন্য এক‌টি নতুন হো‌স্টেল তৈ‌রির সিদ্ধান্ত নেয়া হয়।‌

এছাড়াও বিদ্যমান সমস্যাগু‌লো ‌চি‌হ্নিত ক‌রে দ্রুত সকল সমস্যার সমাধান করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।

ঢাকা, ০৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ