teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৩০ নভেম্বর ২০২২, ১৬ অগ্রহায়ণ ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

বিএসএমএমইউ এর শিক্ষকসহ ৩৫ জনকে উচ্চতর গ্রেডে উন্নীত

Md Ismail | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ১৯:০৪

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ১৯:০৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বিএসএমএমইউ লাইভ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, কনসালট্যান্ট, মেডিক্যাল অফিসার, চিকিৎসক ও কর্মকর্তাসহ মোট ৩৫ জনকে উচ্চতর বিভিন্ন গ্রেডে উন্নীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সকলকে সমান চোখে দেখে। সবার কাজের মূল্যায়ন করে। দীর্ঘদিন ধরে যারা একই গ্রেডে কাজ করেছেন আমরা তাদেরকে উচ্চরত গ্রেডে উন্নীত করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন, ট্রেজারার প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মো. রাসেল, উপ-রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন: