
লাইভ প্রতিবেদক: নওগাঁর শিক্ষক দম্পতি মো. আবুল কালাম আজাদ ও মোছা. রেবেকা সুলতানার দুই মেয়ে এবারের ভর্তি পরীক্ষায় মেডিকেলে চান্স পেয়েছেন। তারা দু’জনই যমজ। একজন হলেন ইসরাত জাহান দিবা আর অন্যজন নুসরাত জাহান দিনা।
জানা গেছে, দিবা চান্স পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আর দিনা চান্স পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজে। দিবা-দিনার বাবা আবুল কালাম নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর মা নওগাঁর মান্দা উপজেলার ভদ্রসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
উল্লেখ্য, দিবা ও দিনা ছোট বেলা থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী। পিএসসি ও জেএসসি পরীক্ষায় পেয়েছেন ট্যালেন্টপুলে বৃত্তি। রাজশাহী পি. এন. সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ৫। আর এইচএসসিতে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে স্কলারশিপসহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তারা।
ঢাকা, ২৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই
আপনার মূল্যবান মতামত দিন: