Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামী মঙ্গলবার

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ২০:৫১

লাইভ প্রতিবেদক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সোমবার অথবা মঙ্গলবার প্রকাশ করা হবে। এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন মেডিক্যাল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে মধ্যে প্রকাশ করা হবে। তবে এবার নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ফল পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশি সময়ের প্রয়োজন হতে পারে। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে আগামী সোম বা মঙ্গলবার (৪ বা ৫ এপ্রিল) পর্যন্ত সময় লাগতে পারে। এর আগে ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ।

সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরে হাতেগোনা দু-একটা কেন্দ্র ছাড়া সব কেন্দ্রের পরীক্ষার খাতা পৌঁছে গেছে। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।’

এসময় তিনি আরো বলেন, ‘এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল বুয়েটের বিশেষজ্ঞদের প্রস্তুত করা ফলাফল পুনরায় মূল্যায়ন করবে। দুটি প্রতিষ্ঠান দুটি স্থানে পৃথকভাবে কাজ করবে। দুই পক্ষের ফল এক হলে বোঝা যাবে সব ঠিক আছে। যদি ব্যত্যয় ঘটে, তবে তা খতিয়ে দেখা হবে।’

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার রাত পৌনে ১০টা পর্যন্ত সারাদেশ থেকে উত্তরপত্র অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন দপ্তরে এসে পৌঁছেছে। ঢাকার বাইরের পাঁচ-সাতটি কেন্দ্রের পরীক্ষার উত্তরপত্র কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিটি কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট ও পুলিশি প্রহরায় উত্তরপত্র নিয়ে আসছেন। সবগুলো খাতা বুঝে পাওয়ার পর আজ শনিবার প্রথমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল উত্তরপত্র ওএমআর মেশিনের মাধ্যমে মূল্যায়ন করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার বুয়েট ফলাফল তৈরি করে জমা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষজ্ঞ দল উত্তরপত্র দ্বিতীয় দফায় মূল্যায়ন করবে। বুয়েটের পর ঢাবির পরীক্ষকরা ঠিক কতটা সময় নেবেন, তা বলা সম্ভব নয়। সার্বিক দিক বিবেচনায় ফল প্রকাশে দেরি হওয়ার শঙ্কা বেশি।

জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ গ্রহণ করেন। এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।

উল্লেখ্য, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। গতবছর রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন গতবছর করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ