Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মডেল কন্যা রাউদার মৃত্যুও ঘটনায় মামলা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০৩:৪৭



লাইভ প্রতিবেদক: রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী মালদ্বীপের মডেল কন্যা রাউদা আতিফের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামী করা হয়েছে তার এক সহপাঠীকে।


রাউধার বাবা ডা. মোহাম্মদ আতিফ বাদী হয়ে সোমবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার একমাত্র আসামি ওই সহপাঠীর নাম সিরাত পারভীন মাহমুদ (২১)। তার বাড়ি ভারতের কাশ্মীরে। এমবিবিএস দ্বিতীয় বর্ষের এ ছাত্রী রাউদার সহপাঠী।

বাদীপক্ষের আইনজীবী মো কামরুল মনির জানান, রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে করা মামলায় রাউধার সহপাঠী সীরাত পারভীনকে আসামী করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, সীরাত পারভীন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে রাউধার ঝুলন্ত লাশ নামিয়ে আনে। আথিফের সন্দেহ সীরাতই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।


গত ২৯ মার্চ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউদা আতিফের লাশ উদ্ধার করে পুলিশ।


এরপর গত ৩১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজে মেডিকেল বোর্ড গঠন করে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, রাউধা আত্মহত্যা করেছে।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ