Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আগুন

প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ২১:৪৩

লাইভ প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজে হাসপতালের (ঢামেক) জরুরি বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১টা ৪৩ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগে। তবে দুপুর ২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পরপরই সেখানে থাকা লোকজন দ্রুত বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

ঢাকা মেডেকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের চারতলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে।

তিনি বলেন, চারতলার আইসিউ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

ঢাকা, ০৭ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ