Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিডিএস কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ১১ অক্টোবার ২০১৬, ২১:১৯

 

লাইভ প্রতিবেদক: বিডিএস কোর্সের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে ২৪ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত (অনলাইনে) আবেদন করা যাবে। প্রবেশপত্র ০১-০৩ নভেম্বর মধ্যে নিজস্ব সাইড থেকে ডাউনলোড করা যাবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর ২০১৬ তারিখে।

এ সংশ্লিষ্ট তথ্য নিম্নরুপ :

১. আবেদনের যোগ্যতাঃ

২০১৩ অথবা ২০১৪ সালের এস.এস.সি এবং ২০১৫ অথবা ২০১৬ সালের এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা কেবল মাত্র অংশগ্রহনের সুযোগ পাবেন।

২০১৩ সালের পূর্বে পাশকৃত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

দেশের যেকোন বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপি এর যোগফল ৯.০০ হতে হবে।

আলাদা আলাদা বোর্ড পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে এবং এইচএসসি এর জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

২. পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরে। জিপিএ ২০০ এবং লিখিত পরীক্ষা ১০০ নম্বর।

৩.জিপি এর হিসাব

ক. এসএসসির জিপিএ এর ১৫ গুণ = ৭৫
খ. এইচএসসির জিপিএ এর ২৫ গুণ = ১২৫

৪.লিখিত পরীক্ষার মানবন্টনঃ

✎ জীববিজ্ঞান- ৩০
✎ পদার্থ- ২০
✎ রসায়ন- ২৫
✎ ইংরেজী- ১৫
✎ সাধারণ জ্ঞান- ১০

এ সম্পর্কে আরো বিষদভাবে জানতে visit করুন http://dghs.gov.bd/index.php/bd/home/


উল্লেখ্য, MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০, ইতিমধ্যেই সরকারি মেডিকেলে কিংবা ডেন্টাল কলেজে ভর্তি থাকা কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে, তার মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।

ঢাকা, ১১ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ