Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলেজ ফাঁকি দেয়া সেই ছাত্রী মেডিকেল ভর্তিতে সারাদেশে দ্বিতীয়!

প্রকাশিত: ১৮ অক্টোবার ২০১৯, ২১:৫৯

লাইভ প্রতিবেদক : তৌফিকা রহমান নেহা। সাতক্ষীরা সরকারি কলেজের এই ছাত্রী মেডিকেলে ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে মেধায় দ্বিতীয় হয়েছেন। যদিও তিনি কলেজে ছিলেন অনিয়মিত। মাঝে মাঝে আসতেন কলেজে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দেখা যায় কলেজ ফাঁকি দেয়া সেই নেহা সারাদেশে মেধায় দ্বিতীয় হয়েছেন। তার স্কোর ৮৯। ওই পরীক্ষায় প্রথম হয়েছেন রাগীব নূর, দ্বিতীয় হয়েছেন আর তৃতীয় স্থান অর্জন করেছেন ঢাকার ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করা শিক্ষার্থী সুইটি সাদেক।

সাতক্ষীরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী আসাদ নেহার এমন কৃতিত্বে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, তৌফিকা রহমান নেহা মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় হয়ে এ কলেজে গৌরব এনে দিয়েছে। যদিও এমন অর্জনে তারই কৃতিত্ব বেশি। কারণ কলেজে নেহার উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। সে ক্ষেত্রে বলা যায়, ঠিকমতো ক্লাস না করেও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে নেহা। খুবই মেধাবী শিক্ষার্থী সে। এদিকে নেহার এমন ফলে আনন্দের বন্যা বইছে তার পরিবারে।

জানা গেছে, শিক্ষানুরাগী পরিবারের মেয়ে তৌফিকা নেহা। নেহার বড় ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে লেখাপড়া শেষ করেছেন। নেহার বাবা শেখ হাফিজুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা। সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় পরিবারের সঙ্গেই থাকেন নেহা। নেহার মায়ের নাম নাজমা সুলতানা। তিনি একজন গৃহিণী।

তৌফিকা রহমান নেহা বলেন, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ পাব এর চেয়ে খুশির সংবাদ আর হতেই পারে না। ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মানুষ হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চান নেহা।


ঢাকা, ১৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ