Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মেডিকেলে ভর্তি পরীক্ষার সব বিষয়ের প্রশ্নের সমাধান

প্রকাশিত: ৮ অক্টোবার ২০১৬, ১৮:৫৩

medical-live-1
লাইভ প্রতিবেদক : মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এবার প্রশ্ন ফাঁসের কোন খবর পাওয়া যায়নি। প্রশ্নও স্ট্যান্ডার্ড মানের হয়েছে। চলুন জেনে নেয়া যাক সব বিষয়ের প্রশ্নের সমাধান :

জুয়োলজি :

১. হৃৎপিন্ডের রোগ নির্ণয়ে প্রাথমিকভাবে কোন পরীক্ষাটি করা হয় : ইসিজি

২. ৬ বছর বয়সে মেয়ের দন্ত সংকেত : |2C1POM2

৩. মস্তিস্কে নিউরন সংখ্যা : ১০ বিলিয়ন

৪. ঘাসফড়িংয়ের বহিঃকঙ্কালের অংশ নয় কোনটি : ওসেলি

৫. রুই মাছের আইশের বৃদ্ধি ঘটে কোন ঋতুতে : বসন্তে

৬. যকৃতের সবচেয়ে বড় খণ্ড : ডানখণ্ড

৭. মানুষের কব্জির অস্থি কয়টি : ৮টি

৮. মানুষের রক্তক্ষরণকালের স্বাভাবিক সময় কত : ১-৪ মিনিট

৯. কোনটি প্যারান্যাসাল সাইনাস নয় : অক্সিপিটাল সাইনাস

১০. জুরাসিক যুগের সময়কাল কতবছর পূর্বের : ১৬ কোটি বছর

১১. স্বাভাবিক পুরুষ ও বাহক মহিলার সঙ্গে বিয়ে হলে কি ঘটে : সবগুলো পুত্র বর্ণান্ধ

বোটানি :

১. কোনটি ভিন্ন : Typhoid fever

২. ফিলোসফিকা কার লেখা : লেমার্ক

৩. অবাত শ্বসনে কত অনু এটিপি তৈরি হয় : ২৬

৪. কোনটি রিডিউসিং সুগার : গ্লুকোজ

৫. বাংলাদেশের কত প্রজাতির প্রাকৃতিকভাবে জন্মে  : ৫ প্রজাতির

৬. একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের দিকে কোন পদার্থের ছড়িয়ে পড়াকে বলে : ব্যাপন

৭. জিন মিউটন কি : জিন মিউটেশনের একক

কেমেস্ট্রি :

১. কোনটি বেমানান : অবলোহিত (IR)

২. IR রশ্মির ব্যবহার নয় : টিভি তরঙ্গ হিসেবে

৩. সোডিয়াম ধাতুর শণাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় : K2H2Sb2O7

৪. মেহেদীর রংয়ের জন্য দায়ি : lawson (লাসোন)

৫. কাঁচপাত্রের তৈল ও গ্রিজ দূরীকরণের জন্য ব্যবহৃত হয় : K2Cr2O7 ও গাঢ় H2SO4

৬. উপশক্তিস্তরে সর্বোচ্চ ইরেকট্রন ধারণ ক্ষমতা কোন নীতি থেকে জানা যায় : পলির বর্জন নীতি

৭. কোনটি অদ্রবনীয় সালফেট : BaSO4

৮. C12H22O11+H2O C6H12O6+C6H12O6 = খনিজ এসিড

৯. রান্নার চুল্লীতে কোনটি কোটিং হিসেবে ব্যবহার করা হয় : টেফনল

১০. চায়না ক্লে এর সংকেত : Al2O3 2SiO2.2H2O

১১. ফেলন শণাক্তকারী বিক্রিয়া নয় কোনটি : অ্যাক্রোলিন টেস্ট

১২. কোনটি মিথ্যা : মাটিতে HNO3 দ্রবীভূত থাকে

১৩. P-V লেখচিত্র কেমন : সমপরাবৃত্ত

১৪. পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয় : লিথিয়াম ব্যাটারি

পদার্থবিজ্ঞান :

১. পানির কোন শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় : স্থিতিশক্তি

২. কোনটি সঠিক :

৩. এককের ক্ষেত্রে কোনটি সঠিক : বিদ্যুৎপ্রবাহমাত্রা-A

৪. ৪৫০ কোনে 9.8m-1 বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ পাল্লা কত : 9.8m

৫. বিভিন্ন বস্তুর অনুগুলোর মধ্যে আকর্ষণকে বলে : আকর্ষণ বল

৬. কোন বস্তুর গতিশক্তি এর ভরবেগের= বর্গের সমানুপাতিক

৭. কোবল্টর কুরি তাপমাত্রা কত : 4000C

৮. সবচেয়ে দুর্বল বল : মহাকর্ষ

৯. কোন কার্যনির্বাহী বস্তুর তাপ বর্জন শূন্য হয় তাহলে তার কর্মদক্ষতা : 100%

১০. মাহকাশ পর্যবেক্ষণে কোনটি ব্যহৃত হয় না : ম্যাগনেটিক টেলিস্কোপ

১১. কোনটি প্যারাচুম্বক পদার্থ নয় : তামা

১২. একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতিয় প্রক্রিয়া চলে। এ প্রক্রিয়াটি হল : সমআয়তন প্রক্রিয়া

১৩. ভর-শক্তি রূপান্তর করা যায় : আইনস্টাইনের তত্ত্ব

ইংরেজি :

১. কোন বাক্যটি সঠিক : One should obey one’s parent

২. কোন বাক্যটি সঠিক : The man died for his country

৩. Extraordinary কোন Parts of speech : Adjective

৪. What is the Synonym of for Legebdary’ = Famous

৯. Which is the right spelling = Aborigines

১০. Voice change : What is Wanted by you

১১. Combination এর Antonym : Separation
সাধারণ জ্ঞান :

১. UNDP এর শুভেচ্চা দূত কে : মাশরাফি মর্তুজা

২. লুফথানসা কোন দেশের বিমানসংস্থা : জার্মানি

৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাস্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম

৪. সুজন বদিয়ার ঘাট কার লেখা : জসিম উদ্দিন

৫. সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন : মনোবিজ্ঞানী

৬. দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দক্ষিণ এশিয় সদর দফতর কোথায় : নয়াদিল্লী

৭. MH-370 এর গন্তব্য কোথায় : বেইজিং

৮. একইসঙ্গে রক্তের অক্সিজেন ঘন্ত্ব ও হৃদস্পন্দন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে : পীলসঅক্সিমিটার

৯. হ্যামলেটের লেখক কে : শেক্সপিয়র

বি:দ্র : মেডিকেল স্টুডেন্টদের সাহায্য নিয়ে প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে। কোন ভুল উত্তর থাকলে কমেন্ট করুন।

যারা সাহায্য করেছেন

মো. সাইফুল্লাহ
কামরুল ইসলাম
তাহেরা খানম
হাবিবুর রহমান
আবদুল্লাহ খালেদ
রবিউল ইসলাম
মুহিবুর রহমান
শাম্মী আকতার

ঢাকা, ০৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএনvv


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ