Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মেডিকেলে ভর্তি শুরু ১৫ অক্টোবর

প্রকাশিত: ৮ অক্টোবার ২০১৮, ০৯:২০

লাইভ প্রতিবেদক: মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত চার হাজার ৬৮ জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিতদেরকে মনোনীত স্ব স্ব কলেজে ভর্তি হতে হবে। অন্যথায় অপেক্ষমাণ ৫০০ শিক্ষার্থীর মধ্যে থেকে শূন্য আসেন ভর্তি করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসাশিক্ষা, স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ডা. মো. আবদুর রশীদ জানান, দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস শুরু হবে।

চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৬৫ হাজার ৯১৯ জনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬৩ হাজার ২৬ জন। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯৬৮ জন।

সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত চার হাজার ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে সাধারণ আসনে তিন হাজার ৯৬৬টি, মুক্তিযোদ্ধার সন্তান ও পোষ্যদের জন্য ৮২টি ও পিছিয়ে পড়া পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য ২০টি আসন রয়েছে।

 

 


ঢাকা, ০৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ