Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যে মেডিকেল কলেজে ভর্তি হলেন অদম্য সেই মেধাবীরা

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০১৬, ১৮:১৯

লাইভ প্রতিবেদক : অভাবের সংসারে থেকেও সফলতা পেয়েছে ওরা। দিনমজুরি করে, কিংবা খেয়ে না খেয়ে পড়াশোনা করেছে ওরা। পেয়েছেন মেডিকেলে পড়াশোনা করার সুযোগ। যেন আঁধার ঘরে চাঁদের আলো। তবে অর্থের অভাবে তাদের স্বপ্ন থমকে দাঁড়িয়েছিল। সেই স্বপ্ন সারথিদের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিবেকবান ব্যক্তিরা। তাদেরকে নিয়ে ক্যাম্পাসলাইভসহ বেশ কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে। এখন তারা মেডিকেলে ভর্তি হয়েছেন। চলুন জেনে নেয়া যাক এমন কয়েকজন অদম্য মেধাবীর কথা :

ছবি : (বাঁ থকে) আইরিন আক্তার, আবদুল আলিম , আরাসেল মাহমুদ, নাসরিন আক্তার, রায়হানুল বারী, সোহেল রানা, সুস্মিতা কর্মকার, আরজুমান

 

সোহেল রানা : নেত্রকোনার দুর্গাপুরে পাইকপাড়া গ্রামের দিনমজুর বাবা নুরুল ইসলামের ছেলে সোহেল রানা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে চান্স হলেও পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক নেত্রকোনায় কর্মরত প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা তাঁকে ভর্তির জন্য ১৫ হাজার টাকা দিয়েছেন। মেডিকেলে পড়াশোনার সময় সোহেলের মাসিক খরচ বহনের দায়িত্ব নিয়েছেন ঢাকার শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর তাহমিনা বেগম। তিনি এখন মেডিকেলে ভর্তি হয়েছেন।

 

আবদুল আলিম : চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রামের সবজি বিক্রেতা হযরত আলীর ছেলে আবদুল আলিম রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। নিজের শিক্ষাপ্রতিষ্ঠান বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার শিক্ষক রেজাউল করিমের সহযোগিতায় তিনি ভর্তি হতে পেরেছেন। এ ছাড়া শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তাঁর পড়াশোনার দায়িত্ব নিয়েছে।

 

রাসেল মাহমুদ : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়ার রাসেল মাহমুদ ভর্তি হয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে। তার বাবা মোতালেব মিয়া ফেরি করে কাপড় বিক্রি করেন। রাসেলের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন দেশ-বিদেশের অনেকে। তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মো. সাহাবুদ্দিন খান ও বকশীগঞ্জের ইউএনও মো. আবু হাসান সিদ্দিক।

 

আইরিন আক্তার : নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়ার দিনমজুর ইউনুস আলীর মেয়ে আইরিন ভর্তি হয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে।

আইরিনের ভর্তির জন্য সহায়তা দিয়েছেন সৈয়দপুরের ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গি, জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন ও ঢাকার ইফাদ গ্রুপ। টিফিনের টাকা বাঁচিয়ে সাভারের শিশু সিরাজুম মুনিরাও আইরিনের জন্য টাকা পাঠিয়েছে। নীলফামারীর সন্তান ঢাকার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম আইরিনের পুরো পড়াশোনার দায়িত্ব নিয়েছেন।

 

রায়হানুল বারী : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্বসারডুবি গ্রামের দিনমজুর সাফিউল ইসলামের ছেলে রায়হানুল বারী ভর্তি হয়েছেন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। রায়হানুলের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর তার ভর্তির জন্য টাকা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান। রায়হানুলের মেডিকেল শিক্ষার সব দায়িত্ব নিয়েছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি তাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা বৃত্তি দেবে। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সুস্মিতা কর্মকার : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কাচারীপাড়ার কাঠমিস্ত্রি কৃষ্ণ কর্মকারের মেয়ে সুস্মিতা কর্মকার ভর্তি হয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। দেশ-বিদেশের ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে ২ লাখ ৩০ হাজার টাকা পাঠিয়েছেন।

সুস্মিতার পুরো পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রউফ।

 

আরজুমান : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শহরের পশ্চিম রঘুনাথপুর মহল্লার আকবর আলীর মেয়ে আরজুমান দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। সংবাদ প্রকাশের পর কয়েকজন ব্যক্তি তাঁকে ৬০ হাজার টাকা দিয়েছেন। তার মেডিকেলে পড়াকালীন পুরো ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী একজন চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের মাধ্যমে প্রতি মাসে আরজুমানের শিক্ষাসংশ্লিষ্ট সব খরচ পাঠাবেন বলে জানিয়েছেন।

 

নাসরিন আক্তার : নাসরিনদের আদি বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম চরে। যমুনায় বসতভিটা হারানোর পর তাঁর ভূমিহীন বাবা লাভলু প্রামাণিক পরিবার নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানদীঘি নলপুকুর গ্রামে বাস করছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন নাসরিন আক্তার। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার জন্য ১ লাখ ১০ হাজার টাকার সহযোগিতা মিলেছে। মেডিকেলে পড়াশোনার জন্য মাসিক বৃত্তি দেবে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক আমিনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

ঢাকা, ২৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ