Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিমেকের লিফট ছিঁড়ে ১৭ মেডিকেল ছাত্রী আহত

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০১৬, ০৫:০৮

 


 

 

রাজশাহী লাইভ: রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের (ইবিমেক) লিফট ছিঁড়ে ১৭ ছাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার নগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় ইবিমেক হাসপাতাল ভবনে ওই দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী। তাদের ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দুপুর ১২টা থেকে হাসপাতালের পঞ্চম তলায় ওই শিক্ষার্থীদের ডিউটি ছিল। এর কয়েক মিনিট আগে নিচতলায় প্রায় ২০ জন ছাত্রী লিফটে ওঠেন। আড়াইতলা ওঠার পর লিফটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

লিফটের ধারণ ক্ষমতা মাত্র আটজন। কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী হওয়ায় তারা হুড়োহুড়ি করে সবাই মিলে লিফটে উঠে গিয়েছিলেন। ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে কারও পা মচকে গেছে, কেউ হাতে-পায়ে-কোমরে ব্যাথা পেয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে। সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

ঢাকা, ১৫, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএসটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ