Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত: ১২ নভেম্বার ২০১৬, ২৩:৩৩

ডিআরইউ লাইভ: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও এসএ টিভির স্টাফ রিপোর্টার এস ইউ সেলিমসহ তিন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ।

শুক্রবার বিকেলে এসএ টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘খোঁজ’ এ প্রচারের লক্ষ্যে গাজীপুরের বন দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে এক দল সন্ত্রাসী এস ইউ সেলিমসহ ৩ জন সাংবাদিক ও ১ জন ক্যামেরাপার্সনের উপর হামলা চালিয়ে দুটি ক্যামেরা, ১টি মাইক্রোবাস ও ১টি পিটু কার্ড ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৩ জন সাংবাদিকসহ ক্যামেরাপার্সন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় মাইক্রোবাস ও ১টি ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টি গাজীপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করে কালিয়াকৈর থানায় অভিযোগ দিলেও তা মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয় নি।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এক বিবৃতিতে এস ইউ সেলিমসহ তিন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঢাকা, ১২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ