Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিনাজপুরে সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৭, ০৩:৩৮

দিনাজপুর লাইভ: দিনাজপুরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন এক আইনজীবী।

মঙ্গলবার দিনাজপুর কোতয়ালি থানায় আইনজীবী হযরত আলী বেলাল বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্য ৩ আসামি হলেন, অথৈ আদিত্য, তারিখ রহমান ও নুশরাত জাহান ইশিতা।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২৮ জুন সাংবাদিক নাজমুল হোসেন ‘বিচারপতির লাল সিড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করেছেন। যাতে বিচার বিভাগের প্রতি আস্থাশীল সচেতন বিবেকবান জনগণের মানহানি হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদাক্রমানুসারে প্রবিধানের ভিত্তিতে সুযোগ সুবিধাপ্রাপ্ত বিচারপতিকে একজন ভিক্ষুকের সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মামলার বাদী।

 

ঢাকা, ০৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ