Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন

প্রকাশিত: ২০ জুন ২০১৭, ০৩:০৫

 

লাইভ প্রতিবেদক: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। 

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, এই নীতিমালা অনুযায়ী অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা দেখভাল করবে। 

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় আঠারশ’ অনলাইন গণমাধ্যম রয়েছে। নীতিমালা অনুযায়ী এসব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন নিতে হবে। 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত সংবাদপত্রের অনলাইন সংস্করণকে নতুনভাবে নিবন্ধন করতে হবে না। তবে অনলাইন ভার্সনের বিষয়টি কমিশনকে জানাতে হবে। টেলিভিশনের অনলাইন ভার্সনের বিষয়টিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ফি দিতে হবে।

 

ঢাকা, ১৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ