Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৪ অক্টোবার ২০২২, ০৭:১৯

সাংবাদিকের ওপর হামলার ছবি

গাজিপুর লাইভ: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গাজীপুরে শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা যায়, মঙ্গলবার বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মুজাহিদ (২৬)। মো. মোজাহিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জর্জ মিয়ার ছেলে। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি।

আসামিরা হলেন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন (৫০), বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. মারুফ শেখ মোক্তার (৩৫), বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ (৪৮) ও মো. সাইফুল ইসলাম।

মামলার এজহার সূত্রে জানা যায়, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে আসে গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান। এসব বিষয়ের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মুজাহিদ। এ সময় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কয়েজন মারধর করতে থাকেন সাংবাদিক মুজাহিদকে। এভাবে তিন দফা মারধরের পর তাঁকে ইউনিয়ন পরিষদের একটি রুমে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর ৯৯৯ কল পেয়ে পুলিশের একাধিক সদস্য গিয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

সাংবাদিক মোজাহিদ বলেন, ‘চেয়ারম্যানের দুর্নীতি বিষয়ে রিপোর্ট সংগ্রহ করতে বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করি। স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়ে ভিডিও বক্তব্য নেওয়ার সময় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এসে আমার গলা চেপে ধরে। এরপর দুজন ইউপি সদস্য এসে সজোরে মারধর শুরু করে। এভাবে আমাকে তিন দফা মারধর করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে। মারধরের কারণে আমার চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়।’

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক তদন্ত আজিজুর ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও দুজন ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

ঢাকা, ১৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ