Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবনায় রাতের আধারে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত: ৭ অক্টোবার ২০২২, ২১:৪২

আহত সাংবাদিকের ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: রাতের আধারে অতর্কিত হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে পাবনা ভাঙ্গুরা উপজেলার কলকতি ঘাট এলাকায় তাঁর ওপর এই হামলা চালানো হয়। আহত সাংবাদিক আপন ইসলাম দৈনিক প্রতিদিনের সংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি। তার নাম মো. সিরাজুল ইসলাম আপন (২৬)। তিনি উপজেলার অষ্টমনিষা গ্রামের কলিমুদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে অষ্টমনিষা থেকে ভাঙ্গুড়ায় যান সিরাজুল ইসলাম আপন। এ সময় তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবে গিয়ে তাঁর কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা-বার্তা বলেন। পরে তিনি রাত পৌনে ১০ টার দিকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাত ১০টার দিকে উপজেলার কলকতি ঘাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৬ জন ব্যক্তি তাঁর পথরোধ করে। এ সময় তারা সাংবাদিক আপনকে মোটরসাইকেল থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ব্যাপক মারধর করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে একজন ভ্যানচালক সাংবাদিক আপনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কৌশিক খান জানান, ‘প্রচণ্ড আঘাতের ফলে তাঁর ফুসফুস ও হার্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভাঙ্গুরা থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। শিগগিরই হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে পারব।’

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, ‘রাতের আঁধারে সাংবাদিক সিরাজুল ইসলাম আপনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

ঢাকা, ০৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ