Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে বিজ্ঞান মেলায় তরুণ উদ্ভাবকদের পদচারণা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৭, ০৭:০২

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান দিনব্যপী বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনার উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়েছে। সংগঠনটির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনীর পাশাপাশি এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে এ মেলায় উদ্বোধন করা হয়। বিজ্ঞান মেলায় দেশের বিভিন্ন স্কুল-কলেজ থেকে ৩০ টি দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজেক্টের উপস্থাপন করেন। অন্যদিকে একই সময়ে একাডেমিক ভবন এ তে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি খোইরাম কামেশর জানান, এ অলিম্পিয়াডে চারশজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। বিকেলে ডি ভবনের গ্রাউন্ডে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ।



ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ