Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

টিভি রিপোর্টারদের পিআইবি’র ৩ দিনের প্রশিক্ষণ

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০১৬, ২১:৪৮

শেরপুর লাইভ: টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্দোগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি’র ব্যবস্থাপনায় পিআইবি প্রশিক্ষণ হল রুমে ৩ দিনের টেলিভিশন সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে।

শুক্রবার বিকেলে প্রশিক্ষানার্থীদের সনদপত্র বিতরণের মধ্যদিয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।
শেষ দিন টিভি রিপোটিং এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন একাত্তর টিভি’র পরিচলক (বার্তা) ইশতিয়াক রেজা এবং তথ্য অধিকার ও সাংবাদিকতা বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ সচিব সাইফুল্লাহ হিল আজম।

এর পর অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মূল্যায়ন শেষে বিকেলে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রথম দুইদিন প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শবনম আজিম এবং উত্তরা ইউনিভাসিটি’র মিডিয়া বিভাগের পরিচালক ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব রহমান মোস্তাফিজ।

শেরপুরে অনুষ্ঠিত টিভি রিপোর্টারদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে পিআইবি’র প্রশাসন, অধ্যায়ন ও প্রশিক্ষন বিভাগের পরিচালক আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাপনি আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ‘বাসস’ এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও ইনডিপেন্ডন্টে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম।

এসময় সাংবাদিকদের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে সাংবাদিকতার মান উন্নয়ন এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনেও বিশেষ করে মফস্বল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

ঢাকা, ২৬, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ