Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ১ অক্টোবার ২০১৭, ০২:৩৭

 

দিনাজপুর লাইভ: দিনাজপুরে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা-২০১৭ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন মাদরাসার ফাজিল ও কামিল ক্লাশের শিক্ষার্থীদের নিয়ে আরবী ভাষা ও ইসলামী জ্ঞান বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার দিনাজপুর নুরজাহান কামিল মাদরাসা মিলনয়তনে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ স ম আব্দুল মঈদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. রোস্তম আলী. নুরজাহান কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মো. সিরাজুল ইসলাম, বিরামপুর বিজুল দারুল হুদা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মো. নুরুল ইসলাম, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মোশাররফ হোসেন ও অনুষ্ঠান উপস্থাপনা করেন সেতাবগঞ্জ কামিল মাদরাসার লেকচারার মাওলানা মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আজকের এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সহায়ক ভুমিকা পালন করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় সারা দেশের মাদরাসার ফাজিল ও কামিল ক্লাশের শিক্ষার্থীদের নিয়ে আরবী ভাষা ও ইসলামী জ্ঞান বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতায় নবাবগঞ্জ দিশাবন্দি হাতিশাল দ্বিমূখি ফাজিল মাদরাসার ছাত্র মো. আতাউর রহমান প্রথম স্থান, বিরামপুর বিজুল দারুল হুদা কামিল মাদরাসার ছাত্র মাসিহুর রহমান দ্বিতীয় স্থান ও খানসামা পাকেরহাট কামিল মাদরাসার ছাত্রী শারমিন আক্তার তৃতীয় স্থান অধিকার করেন।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর নুরজাহান কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ স ম আব্দুল মঈদ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলেন দেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে স্বান্তনা পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অফিসার মো. আ ফ ম আসাদ আওয়ালসহ জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের নিয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বিভাগীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের নিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজক ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মোশাররফ হোসেন।

 

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ