Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পরীক্ষাকেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাহমুদুল

প্রকাশিত: ১১ মে ২০২৩, ২১:৪১

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ লাইভ: দাখিল পরীক্ষা দিতে কেন্দ্রে এসে মাহামুদুল হাসান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) মুন্সিগঞ্জ সদর উপজেলায় পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

নিহত মাহামুদুল ওই মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তিনি টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় মাহামুদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন তার বাবা আনোয়ার। পরে সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে অচেতন হয়ে পড়েন তিনি। এ সময় অসুস্থতার কথা জানতে পেরে শিক্ষকরা দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল বাসার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে মাহমুদুল। পরে হঠাৎ কিছু ছাত্র এসে জানায়, মাহমুদুল অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। এ সময় আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন মাহমুদুল মারা গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, মৃত অবস্থায় বৃহস্পতিবার পৌনে ১০টায় পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে হৃদরোগে আক্রান্ত ছিল।

ঢাকা, ১১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ