Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ১৫ অক্টোবার ২০২২, ০১:১৫

সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার লাইভ: বন্ধুর প্রতি বন্ধুর টান পুরানো কথা। নিজের জীবন বাজি রেখে বন্ধুর টানে পানিতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক শিক্ষার্থী । ঘটনাটি কক্সবাজার সমুদ্রসৈকতের। গোসলে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

এলাকাবাসী জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ মো. তাহসিন (১৮) কুমিল্লা সদরের বাসিন্দা। তিনি কুমিল্লা সদরের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, শুক্রবার সকালে কুমিল্লা থেকে তাহসিনসহ চার বন্ধু কক্সবাজার বেড়াতে যায়। তারা কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যায়। পরে সাগরে গোসলে নামে। তিনি বলেন, ‘গোসলের একপর্যায়ে ফয়সাল (১৭) নামে একজন স্রোতের টানে ভেসে যেতে থাকে।

এ সময় অন্য বন্ধুরা তাকে উদ্ধার করতে সক্ষম হলেও সমুদ্রে নিখোঁজ হয় তাহসিন।’
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারে লাইফ গার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও জেটস্কি চালকরা তৎপরতা চালাচ্ছেন।

তার সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে সন্ধান অব্যাহত রয়েছে।’ এ ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়েছে বলে জানান চৌধুরী মিজানুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহসিনের কোন সন্ধান মেলেনি।

ঢাকা, ১৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ