Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৮ দফা দাবিতে আজও ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০১:২১

লাইভ প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণসহ ৮ দফা দাবিতে অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। মঙ্গলবার (২২ মার্চ) পল্টন এলাকার রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয়।

তাদের দাবিগুলো হলো— স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, মাদরাসায় পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাগুলোকে মাদরাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসাগুলোতেও উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি, এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডেটাবেজ চূড়ান্ত করা।

এর আগে সোমবার (২১ মার্চ) প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট শুরু করেছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা।

কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ কেউ না খেয়েও থাকছি। আজ আমাদের পরিবার, মাদরাসা ছেড়ে এখানে এসে বসতে হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত আমরা। সরকারের কাছে দ্রুত আমরা এসব সমস্যার সমাধান চাই।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, সদস্যসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার ও মো. শামছুল আলম প্রমুখ।

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ