এমপির স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ২ সুপারের বিরুদ্ধে মামলা
Published: 2020-07-28 14:12:48 BdST, Updated: 2021-01-19 11:31:47 BdST

লাইভ প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপির স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ২ মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার নালিতাবাড়ী থানায় মামলা করা হয়।
মামলা সূত্র জানায়, নলিতাবাড়ীর সূর্যনগর গাগলাজানি দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জুলাই মাসে ম্যানেজিং কমিটি গঠন করেন। এর সুপারিশনামায় তিনি মতিয়া চৌধুরীর স্বাক্ষর জাল করে কমিটি দাখিল করেন। একই কাজ করেন উপজেলার কালাকুড়া দাখিল মাদরাসার সুপার নুরুল ইসলাম।
নালিতাবড়ী থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ২৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই