Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কষ্ট এতো মধুর কেনো!

প্রকাশিত: ২ অক্টোবার ২০১৭, ১৯:৫৬

কষ্ট এতো মধুর কেনো!

কষ্ট এতো মধুর কেনো! চুলের মতো ফুলের মাথায় ভুলের মতো পাকে-
খাওয়াও যায় না, গিলাও যায় না- জন্মে অাজন্ম থাকে!
প্রবহমান নদী যেভাবে ওই স্রোত ভাসিয়ে রাখে
বুকের মাঝে সেই এক নদী কষ্টনৌকো ডাকে...
জন্মনদীতে চলে সেই নৌকো- বুক দিয়ে হয় বাওয়া
বুকের মাঝে কষ্টের ক্ষেত- নষ্ট ফসল পাওয়া!
জন্মেকষ্ট! মৃত্যুকষ্ট- বাঁচার কষ্ট অাছে!
কবিতারও মোহন কষ্ট থাকে কবি'র কাছে-
চলতে কষ্ট! বসতে কষ্ট- কষ্ট অাছে প্রেমে
কষ্ট অাসে পাহাড় হয়ে পাথর বেয়ে নেমে!
ভেতরে অামার যে পাহাড়বাড়ি- গড়েছি পাথরের অাঁচে
কষ্ট অাছে সেই বাড়ির অায়নায়- কষ্ট স্বচ্ছ কাঁচে!
তাকানোতেও কষ্ট অাছে- খুব দূরকে দেখা যায় না-
কষ্ট সে তো পাখির বুকেও- যখন তখন গায় না!
তবু কষ্ট এতো মধুর কেনো! জন্মের মতো মৃত্যুর মতো বারেবারে ফিরে অাসে-
জন্ম অাজন্ম হাসে কি এক বিশ্রী পরিহাসে!


ফয়সাল হাবিব সানি
স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ (বাংলা বিভাগ),
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (বশেমুরবিপ্রবি)।

 

ঢাকা, ০২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ