Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ওরা ক্লান্ত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৭, ২১:৩৭

ওরা ক্লান্ত
মোঃ আবুল বাশার হাওলাদার

নিমিষেই সব শেষ,
শূণ্য হাতে বিদায়,
জীবন বাঁচাতে অনিশ্চিত যাত্রা,
রোদ-বৃষ্টি-ঝড়-ঝঞ্জা মাথায় নিয়ে,
দুর্গম পথ চলা,
নির্ঘুম রাত কাটানো,
অনাহার-ক্লিষ্ট দেহ নিয়ে
দিনের পর দিন পাহাড়-পর্বত-বন-জঙ্গল অতিক্রম,
আর প্রিয়জন হারানো বেদনায় ভারাক্রান্ত হৃদয়,
পেছনে আসছে কী না বর্মী সন্ত্রাসীরা,
চারদিকে ভয়াবহতা,
হেঁটে হেঁটে ক্লান্ত-পরিশ্রান্ত দুর্বল পথিক।
মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশু-বৃদ্ধ,
আর অসুস্থ মানুষগুলো আগেই শেষ,
বন্ধুর পথ পাড়ি দিতে অনেক দেরি,
চাঁদের আলো ওরা দেখতে পায় না,
সূর্যের প্রখরতা ওদের কষ্ট দেয়,
আর কত দেরি গন্তব্যে পৌঁছতে,
নাফ নদীর তীরে।
খরস্রোতা এ নদী,
ঝুঁকিপূর্ণ পারাপার,
আবারো করুণ মৃত্যু,
নৌকাডুবিতে সলিল সমাধি,
বেঁচে থাকাদের বাঁচার লড়াই,
এক সময়ের কোটিপতিও পথের ভিখারী,
অসহ্য যন্ত্রণায় জীবন চলা,
কখন থামবে এই বিভীষিকাময় মানবিক বিপর্যয়?

 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ