Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মানবতা কোথায়

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার ২০১৭, ২৩:৩১

মানবতা কোথায়
মোঃ আবুল বাশার হাওলাদার

অত্যাচার-জুলুম-নিপীড়ন থেমে নেই,
চারদিকে আগুনের লেলিহান শিখা,
পুড়ে ছাই হয়ে গেছে সাজানো সংসার,
আকাশ-বাতাস ভারী হয়ে ভূতুড়ে অবস্থা,
পত্রবিহীন বৃক্ষ দণ্ডায়মান দর্শক হয়ে।
মা-বোন-স্ত্রী চোখের সামনে ধর্ষণ,
নির্যাতন শেষে নৃশংস হত্যা।
শুধু কি তাই?
শিশু-নারী-যুবক-বৃদ্ধ সবাই নরপশুদের শিকার,
নিষ্পাপ শিশুকে আছড়িয়ে-পুড়িয়ে নির্মম হত্যা,
নিষ্ঠুরতার ভয়াল অপকৌশল বর্ণনাতীত,
খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু যখন নিশ্চিত,
তারপর অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন,
টুকরো টুকরো করে খাওয়ানো হচ্ছে শকুনকে,
আর নরপশুদের পৈশাচিক উল্লাস।
অন্তঃসত্ত্বা মায়েরা প্রসব বেদনায় কাতর,
বনে-জঙ্গলে খোলা আকাশের নিচে রাতযাপন,
ক্ষুধার জ্বালায় ভক্ষণ করছে অখাদ্য-কুখাদ্য,
সদ্যভূমিষ্ঠ সন্তান নিয়ে পথচলা নতুন গন্তব্যে।
দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে,
প্রিয়জন হারানো শোকাহত মানুষগুলো দিশেহারা,
প্রিয় মাতৃভূমি ত্যাগ করছে জীবন বাঁচাতে।
মানবতা কোথায়? মানবতাবাদীরা?
এখনই সময় রুখে দিতে হবে বর্মী পশুদের,
বন্ধ করতে হবে মানবনিধন,
ফিরিয়ে নিতে হবে ওদের জম্মভূমিতে,
নিশ্চিত করতে হবে নিরাপদ বাসস্থান,
স্বাধীনতাই আরাকানের সমাধান।

 

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ