Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নিথর দেহে প্রাণ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বার ২০১৭, ২২:৪৩

 

নিথর দেহে প্রাণ
প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

থমকে গেলো জীবন
যেমন থমকে আছে মায়াবতীর মায়াবন,
যেমন থমকে আছে হিমাদ্রির ক্ষত বিক্ষত দেহ,
নর পিশাচদের তান্ডব নৃত্যে
মনে হয় সব যেন রক্তের হোলি খেলা
অগ্নির তীব্র দ্রোহ বিদ্রোহের
ঘাতে প্রতিঘাতে
ছিন্নপত্রের বর্ষণ অবগাহন।
কি যে হল সব যেন বদলে গেল নিমিষেই
আলাদীনের জাদুর চেরাগের মতো
যেন টেমস নদী হয়ে গেল মহাসাগর
তারপর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে
আলেকজান্ডারের বিশ্বজয়ের মতো
পথ হারালো কলম্বাসের ভ্রান্ত যাত্রা
আঁকা বাঁকা কোন শংকিত গলিপথে।
রুখে দাঁড়ানোর শপথ নিলো ওরা
প্রতিবাদী কণ্ঠ ভেঙে ফেললো কাঁচের দেয়াল
বলল উচ্চকণ্ঠে,
আমরা মানুষ, আমরা নারী
আমরাই পৃথিবীটা বদলে দিতে পারি
খামোশ শয়তান বন্ধ কর তোদের অযাচিত খবরদারি।
প্রতীক্ষার স্বপ্নঘুড়ি উড়ে
দিন যায় সময় বদলায়
মুক্ত হয় বদ্ধ খাঁচার অবরুদ্ধ পাখি
কোনো এক দূর আকাশে
না বলা অনেক কথার মিছিলে
কিংবা জোছনা রাতে তারাদের ভিড়ে।

 

ঢাকা, ০৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ