Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তবুও মানুষ........

প্রকাশিত: ১ সেপ্টেম্বার ২০১৭, ০০:৪৩

 

তবুও মানুষ........
প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

তখনও তাকিয়ে থাকি, যতক্ষণ
দেখি নীল আকাশ, নিঃশব্দ
সমুদ্র কাছে এসে বলে, ডুব দাও
নোনা জলে নীল পদ্ম
তোমাকে দেখতে হবে মৃত্যু ক্ষুধা,
বিধস্ত সভ্যতা যেখানে ফেরাউনের পঁচা লাশ
পিরামিডের যন্ত্রনায় দগ্ধ কারারুদ্ধ
অবাক পৃথিবীর রং বদলের পালা
তারপর দুর্ভেদ্য মনস্তাত্বিক জটিলতা |
সমীকরণটা বহুমাত্রিক
তানপুরা থেকে গিটার
নগরের নটির অভিসারে বাজে সারগাম
যৌবন পরে থাকে পান্থশালায়
কোন এক জলসা ঘরে,
অভিশাপ আর আর্তনাদ কেঁদে মরে
ইবলিসদের দরবারে
রাবনের কামুক চোখ বিচারের নামে
প্রহসনের জলরং জল তরঙ্গে বিষবাস্প ছড়ায়
আর রাতে,
মুনাফিদের হাঁটে বেচা কেনা চলে
মনুষত্বের মানুষ আর খরগোশের চীনা বাদাম
আর নারীদের সন্মান কিংবা
সত্যের বদনাম।
তবুও ভাঙা মানুষ সাজায় জীবন
নিরুত্তাপ তাকিয়ে দেখে
কোথাও কেউ নেই,
সব বজ্জাত নিমক হারামের দল
চলে গেছে কোন শীতের নরকে
যারা বলেছিল আমি তো স্বর্গের সাথে
আছি থাকবো চিরকাল।

 

ঢাকা, ৩১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ