Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

অরুণ বসাকের 'বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা' গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ২৩:০২

আর এস মাহমুদ হাসান: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদার্থবিজ্ঞানের ইমেরিটাস প্রফেসর ও বরেণ্য পদার্থ বিজ্ঞানী অরুণ কুমার বসাকের গ্রন্থ 'বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা' এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রফেসর সনৎকুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক, যুক্তরাজ্যের সাবেক হাই-কমিশনার ও রাবি’র সাবেক উপাচার্য প্রফেসর এম. সাইদুর রহমান খান, শাবিপ্রবি’র অবসরপ্রাপ্ত প্রফেসর সুশান্ত কুমার দাস, রাবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ দারা, পেনিনসুলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ারুল হক।

অনুষ্ঠানে বক্তারা প্রথিতযশা অধ্যাপক অরুণ কুমার বসাকের চিন্তা-চেতনা, দর্শন, মানবতা, অনুকরণীয় বৈশিষ্ট্যগুলো কীভাবে জাতি-সমাজকে সমৃদ্ধ করতে পারে তা তুলে ধরেছেন। এছাড়া বক্তারা অরুন বসাকের বিশ্বখ্যাত গবেষক হয়ে উঠার পিছনে তার অনুপ্রেরণাদায়ী স্ত্রী স্বর্গীয় দেবীকা বসাকের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

মোড়ক উন্মোচন

 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেজসর সুব্রত মজুমদার, এছাড়া চিহ্ন প্রকাশন এর পক্ষে বক্তব্য রাখেন ড. মো. তবিবুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুচিস্মিতা খান।

উল্লেখ্য, 'বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা' গ্রন্থটি চিহ্ন প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে। বইটির গ্রন্থ-পরিকল্পনা ও রচনা-নির্বাচন করেছেন চিহ্ন সম্পাদক প্রফেসর শহীদ ইকবাল, প্রচ্ছদ করেছেন প্রফেসর সুভাষ চন্দ্র সূতার এবং সংকলন করেছেন মো. মাসুম বিল্লাহ আজাদ। বইটিতে লেখকের ৩৪টি প্রবন্ধ স্থান পেয়েছে। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। বইটি আসন্ন অমর একুশে বইমেলা-২০২১ এ চিহ্ন প্রকাশনের স্টলে পাওয়া যাবে।

বইটিতে বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত, শিক্ষা কেমন হওয়া উচিত, সব কিছুর শেষ কথা যে মানবতা এ নিয়ে বিস্তর চিন্তা ভাবনা লেখক তুলে ধরেছেন। লেখক বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ঢাকা, ১৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ