Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘লাল বাহাদুর’ গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০২:০৪

সিলেট লাইভ: প্রিন্সিপাল কবি কালাম আজাদ বলেছেন, প্রাকৃতিক পরিবেশের পরিচর্যা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সত্যিকার মানবিকতা, ও প্রেমের প্রতিফলন ঘটে প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশকে রক্ষা করলে। পুঁজিবাদী সমাজব্যবস্থার করাল গ্রাস থেকে প্রকৃতিকে রক্ষার এক সর্ব মানবিক প্রেমের প্রকাশ ঘটেছে লাল বাহাদুর গ্রন্থে। পশুর প্রতি মমত্ববোধ, মনুষ্যত্ব্রে বার্তা বহন করে। তাই, সর্বমানবিক প্রেম ধারণ করে সাহিত্য চর্চায় ব্রতী হতে হবে।

কৈতর সিলেট-এর উদ্যোগে কবি ইছমত হানিফা চৌধুরী’র চতুর্থ গ্রন্থ ‘লাল বাহাদুর’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৈতর সিলেট-এর চেয়ারম্যান কেমুসাসের সহ সভাপতি সেলিম আউয়ালের সভাপতিত্বে গত রোববার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক কবি লাভলী চৌধুরী, কেমুসাস মতিন উদ্ দীন জাদুঘর, সিলেট-এর পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, প্রবীণ শিক্ষাবিদ ও ইছমত হানিফার পিতা আলহাজ মঈন উদ্দিন আহমদ, গবেষক-কবি তাবেদার রসুল বকুল এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক কবি ইছমত হানিফা চৌধুরী।

সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলামিস্ট, জালালাবাদ রাগীব-রাবেয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল চৌধুরী, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, আল ইসলাহ সম্পাদক কবি আবদুল মুকিত অপি এডভোকেট, মাসিক ভিন্নধারা সম্পাদক প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা এম. এইচ. রহমান মনি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জাবেদ আহমদ, গবেষক মাইক শেরিফ, ঔপন্যাসিক ডা. এম এ সালাম, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন সুলতান, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী, আবৃত্তিকার বিমল কর, সাকেরা সুলতানা জান্নাত, প্রভাষক লিমি চৌধুরী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, নাট্যশিল্পী অদিতি দাস, বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরাহ মিয়া, ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী, লেখক পুত্র জাওয়াদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং অনুষ্ঠানের শেষে এক আনন্দঘন লটারির আয়োজন করে বিজয়ীদেরকে বই উপহার দেওয়া হয়।

অনুভূতি প্রকাশ করে কবি ইছমত হানিফা চৌধুরী বলেন, পশুর প্রতি মমত্ববোধ থেকেই গ্রন্থটি রচনায় উদ্বুদ্ধ হয়েছি। পাহাড় এবং হাতির প্রতি প্রবল দুর্বলতায় গ্রন্থ রচনার প্রয়াস পেয়ে পশুর প্রতি মমত্ববোধকে তুলে ধরার চেষ্টা করেছি। সাহিত্য চর্চায় ভালো এবং মন্দ দুটোকেই ভালোভাবে পর্যবেক্ষণ করে সত্যকে প্রকাশ করতে হবে।

সভাপতির বক্তব্যে কৈতর সিলেট-এর চেয়ারম্যান কেমুসাসের সহ সভাপতি সেলিম আউয়াল বলেন, মানুষকে বাঁচতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতিকে তাই ভালোবাসতে হবে। কবি ইছমত হানিফা গ্রন্থ রচনার মাধ্যমে প্রকৃতিকে টিকিয়ে রাখার মহান কাজে উৎসাহ প্রদান করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।

ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ