Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফলাহারেই রয়েছে দীর্ঘ জীবনের রহস্য!

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ০৪:০৬

 

 

লাইভ প্রতিবেদক: আপনি কি সতেজ থাকতে চান। প্রাণবন্ত থাকতে চান? তাহলে কিছু অভ্যাস গড়ে তুলুন। আদিকাল থেকেই মানুষ কেন ফলাহারে এত গুরুত্ব দিয়ে এসেছেন? চিকিত্সকরা জানাচ্ছেন, ফলাহারই এক মাত্র ডায়েট যা মেনে চললে কার্বহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ছাড়াও সুস্থ থাকতে পারেন আপনি।

গত মঙ্গলবার বেলজিয়ান নাসপাতি সম্মেলনে-এ ফলাহারের গুরুত্ব আলোচনা করতে গিয়ে সেলিব্রিটি শেফ রণবীর ব্রার বলেন, ‘‘যদি ভারতের পুরনো খাদ্যাভ্যাসের দিকে নজর দেন তাহলে দেখবেন ফলাহারই একমাত্র ডায়েট যা আমাদের শরীরের সব রকম প্রয়োজনীয়তা মেটাতে পারে।

আর কোনও ডায়েটে যা সম্ভব নয়। যদি আপনি শুধু কার্বহাইড্রেট বা শুধু প্রোটিন খান তাহলে বেশি দিন সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবেন না।

কিন্তু আপনার প্রতি দিনের ডায়েটে যদি শুধু বিভিন্ন রকম ফল থাকে তাহলে আপনি সুস্থ ও দীর্ঘ জীবনের অধিকারী হতে পারেন।’’

কী ভাবে সারা দিনের ডায়েট সাজাবেন ফলে?
রণবীর জানালেন, ‘‘দিনের শুরুটা করতে পারেন পেঁপে দিয়ে। এর পর যখনই খিদে পারেন খেতে পারেন আপেল বা পিচ। তেষ্টা পেলে খেয়ে নিন তরমুজ।

শরীর হাইড্রেটেড রাখতেও সাহায্য করে তরমুজ। যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে আম খেতে পারেন।’’ সম্মেলনে নাসপাতির স্মুদিও বানিয়ে দেখান রণবীর।
সম্মেলনে উপস্থিত ছিলেন বলিউডের তারকা সঙ্গীত শিল্পী সোনু নিগম।

ফলাহার প্রসঙ্গে সোনু বলেন, ‘‘যদিও আমি সব পঞ্জাবিদের মতোই সর্সো দা শাগ আর মক্কি কি রোটি ছাড়া কিছু ভাবতেই পারি না ছোটবেলা থেকেই ফল আমার ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ।’’

 

ঢাকা, ১০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ