Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিসিএস ক্যাডারের সঙ্গে প্রেম, বিয়ে নিয়ে সমস্যা!

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭, ০৮:১৯

আরিফা আক্তার : প্রায় দুই বছর আগে একজন বিসিএস এডমিন ক্যাডার আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি বিভিন্ন কারণে ওই প্রস্তাবে একেবারেই রাজি ছিলাম না। আমিও আমার নিজস্ব ক্ষেত্রে well established। Then উনি গত দেড় বছর যাবত আমার মন পেতে সম্পূর্ণ একতরফাভাবে এমন কিছু নেই যা করেননি।

এক কথায় সিনেমাকে হার মানানো কাহিনী! ওনার এসব পাগলামি তার ফ্যামিলি & ফ্রেন্ডস জানে এবং আমার ফ্রেন্ডরাও জানে।

তারপর যা হবার তাই হল...
ওনার দেড় বছরের সাধনায় আমি ধীরে ধীরে দুর্বল হয়ে একসময় বিয়েতে রাজি হই। শেষদিকে এসে সম্পূর্ণভাবে ওনাকে ভালবেসে ফেলি।

কিন্তু এরপরের ঘটনা আরও নাটকীয়!
উনি কিছুদিন পর পরই বলেন, "আমার আপনাকে ভাল লাগছে না। আমি চলে যেতে চাই"। বিয়ে করবো না"। আমিও আমার আত্মসম্মানের প্রশ্নে ওনাকে যেতে না করতে পারি না। খুব খুব খুব... কষ্ট পাই।

এরপর কয়েক মাস যায়, আমি নিজের কাজের মাঝে ব্যস্ত থেকে ওনাকে যেই ভুলে উঠি, উনি আবার এসে হাতে পায়ে ধরে নিজের ভুল স্বীকার করে এমন কান্নাকাটি করেন যে আমি ফিরিয়ে দিতে পারিনা। আবার কিছুদিন ভাল থেকে ওনার পুরোনো রোগ শুরু হয়। ওনার এমন আসা যাওয়া গত ৬ মাস ধরে চলছে!

উনি যখন ঠিক থাকেন তখন বলেন, "আমার এই অত্যাচার আপনি কিভাবে সহ্য করেন! আপনি কি মানুষ! আপনার এত্ত ধৈর্য্য কেন"!!! আবার যখন যান তখন যেন চেনেনও না এমন। এক্ষেত্রে ওনার family প্রায় নীরব!

ওনাদের এইসব নাটক দেখে আমি বুঝতে পারছিনা ওনার সাথে বিয়ের ভবিষ্যৎ কী...!!!

ওনার কথার কোনো স্থিরতা নেই। উনি আমাকে ছাড়া থাকার সময়টা কী করেন আমার কোনো ধারনা নেই। আমি জানি না ওনার অন্য কোথায়ও কিছু আছে কিনা। উনি একেবারে সরেও যাচ্ছেন না আবার ঠিকও হচ্ছেন না।

এদিকে ওনাকে মন থেকে ভালবেসে ফেলার কারণে আমি অন্য কোথাও বিয়ের কথা আপাতত ভাবতেও পারছি না। এভাবে আরও অনেক বিয়ে আমি already ফিরিয়ে দিয়েছি, দিচ্ছি।

এভাবেই চলছে। জানিনা এ অবস্থায় আমার কী করা উচিৎ।

[বি:দ্র: সমস্যা সংক্রান্ত এ লেখায় ছদ্মনাম ব্যবহার করা হয়েছে]


ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ