Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এক গ্লাসেই পাকা চুল উধাও!

প্রকাশিত: ২৭ নভেম্বার ২০১৬, ০১:৪৬

 




ইয়াং লাইভ: চুল পাকা। ভাববেন না। চিন্তার কারণ নেই। এখন চুল পাকার বিষয়টি বয়সের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। এটা হরমনগত সমস্যা। তবে ১৮ এর কোঠায় এমন ঘটলে অনেকেই ঘাবড়ে যান। নিজেকে মনে করেন বেমানান।

চিকিৎসা শাস্ত্র বলছে, ক্রমাগত ভেজালের বিষ এবং পরিবেশ দূষণের কুফল বয়ে বেড়াচ্ছে আমাদের শরীর। তবে এর সমস্যা থেকে উত্তরণের উপায় এখন খুব সহজ। তাও আবার এক গ্লাসেই সমাধান।

এবার আমরা আপনাকে এমন একটি টিপস জানাবো যা আপনার পাকা চুল কালো করে দেবে নিয়মিত ব্যবহারে। এ ছাড়াও দৃষ্টিশক্তি প্রখর করবে। চুল পড়ার সমস্যা দূর করবে এবং তার সঙ্গে নতুন গজাতে সাহায্য করবে।

তাহলে আর দেরি নয় চলুন দেখি এই মহা উপকারী মিশ্রণটি কিভাবে তৈরী করা যায়-

উপকরণ সমুহ:
* ১০০ গ্রাম তিসির তেল
*২টি মাঝারি মাপের পাতিলেবু
*২ কোয়া ছোট রসুন
*৫০০ গ্রাম মধু

এবার তৈরী করি:
প্রথমে একটি পাতিলেবুর খোসা ছাড়িয়ে নিন। অন্যটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার রসুন এবং পাতিলেবু মিক্সি মেশিনে দিয়ে পেস্ট করে নিন। মনে রাখবেন, এতে কোনও ভাবেই জল দেওয়া যাবে না। ভালো মতো পেস্ট হয়ে গেলে এতে তিসির তেল এবং মধু দিয়ে ফের একবার ভালো করে মিক্স করুন। এ বার মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এক দিন পরে বার করে ব্যবহার করুন।

যেভাবে ব্যবহার করবেন:
বাজারে কাঠের তৈরি চামচ কিনতে পাওয়া যায়। মিশ্রণটি সেটি দিয়েই তুলতে হবে। খাওয়ার আধ ঘণ্টা আগে দিনে তিন বার এক চামচ করে খান। ২ সপ্তাহের মধ্যে তফাত বুঝতে পারবেন।

ঢাকা, ২৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ