Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির ভর্তি পরীক্ষায় প্রশ্নে অসঙ্গতি: তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০১৭, ০৪:০৪



ইবি লাইভ: মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটের প্রশ্নপত্রে দ্বিতীয় শিফটেরও পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কারণে দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল করা হয় এবং একই আশঙ্কায় তৃতীয় শিফটের পরীক্ষা স্থগিত করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিট এবং মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি থাকায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভিসি প্রফেসর হারুন উর রশিদ আসকারী তার নির্বাহী ক্ষমতাবলে এ দুটি ইউনিটের প্রশ্নে অসঙ্গিতির কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছেন।

পরে ৮ ডিসেম্বর ওই দুই শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের এ অসঙ্গতির কারণ অনুসন্ধানে সি ইউনিটভুক্ত সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর শাহিনুর রহমানকে সভাপতি এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর রেজওয়ানুল ইসলাম এবং বাংলা বিভাগের প্রফেসর রবিউল হোসেন অনু। কমিটিকে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া গত ৩ ডিসেম্বর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিটের ভর্তি পরীক্ষায় অবাণিজ্য শিফটের মধ্যে ১৫ জন বাণিজ্য শাখার ভর্তিচ্ছুর আসন বিন্যাস হয়।

এতে বাণিজ্য শাখার এই ১৫ ভর্তিচ্ছু অবাণিজ্য শাখার প্রশ্নে পরীক্ষা দিতে পারেনি। পরে ৫ ডিসেম্বর এই ১৫ ভর্তিচ্ছুর পুন:পরীক্ষা নেয়া হয়। এ অসঙ্গতির কারণ অনুসন্ধানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আহসান উল আম্বিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর দীপক কুমার পাল এবং প্রফেসর অরবিন্দ সাহা। এ কমিটিকেও শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হারুন উর রশিদ আসকারী বলেন, এসব অসঙ্গতির কারণ জানার জন্যই তদন্ত কমিটি গঠন করেছি। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য এর প্রতিকারের ব্যবস্থা করা হবে। এছাড়া এসবের পেছনে যদি কারও অশুভ উদ্দেশ্য থাকে আর তা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

ঢাকা, ০৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ