Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে ভর্তি পরীক্ষায় স্বেচ্ছাসেবীরা যে ভাবে কাজ করছে

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৭, ২৩:০৭

 

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতার জন্য বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি এই শিক্ষাবর্ষ উপলক্ষে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের প্রতিটি স্থান। উৎসব মুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য, লণ্ঠন, ক্যাপ, এফডিআর, জেলা ছাত্র কল্যাণ সমিতি ,বিথি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বাহিনীসহ বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করছেন।

স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সভাপতি মোমিনুল ইসলাম রিপন ক্যাম্পাসলাইভকে বলেন, ‘নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে পেরে আমারা খুবই আনন্দিত।

শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা ও তাদের জিনিসপত্র সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন কাজ করছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ নিঃসন্দেহে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তাদের এমন স্বেচ্ছাশ্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন এই ধারা অব্যাহত থাকলে ইবির অবস্থা ভাল হবে।’

ঢাকা, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ