Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি'র ভিসি সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ০২:২৩

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। রোববার বেলা ১ টায় ভিসির সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানসহ তথ্য প্রকাশনা ও জন সংযোগ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সদস্যরা ।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় সেশনজট দূরীকরণে কার্যকরী পদক্ষেপ, একাডেমিক কার্যক্রমে উন্নীতকরণ, আর্থিক ও প্রশাসনিক অনিয়ম দূরীকরণ, নিয়মিত একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট নিশ্চিত করণ, আবাসন সমস্য দূরীকরণ, হলে খাবারের মান উন্নয়ন, কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজেশন প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, বর্তমান যুগে তথ্যই বড় শক্তি। সঠিক তথ্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সকলকে সাথে নিয়ে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করব। শ্রম দেওয়ার যোগ্যতা আমাদের আছে। আমাদের সীমিত সাধ্যকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা সবাই তারুণ্যে জুুটি। তারুণ্য আমার প্রেরণা। তারুণ্যের উদ্দাম শক্তিকে কাজে লাগিয়ে সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালকে আন্তর্জাতিক মানে উন্নীত করনে কাজ করার আহ্বান জানান।


ঢাকা, ২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ