Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘যেখানেই অন্যায়, অনিয়ম সেখানেই জিরো টলারেন্স’

প্রকাশিত: ৩০ নভেম্বার ২০১৭, ১৯:৪১

 

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় যেখানে অন্যায়, অনিয়ম ও জালিয়াতি সেখানেই জিরো টলারেন্স ঘোষণা করছি। যেখানেই অভিযোগ উঠবে সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ সেকেন্ডের মধ্যে বিচার শুরু করা হবে।’

বুধবার বিকাল ৪ টায় ভিসির সভাকক্ষে আসন্ন ১-৫ ডিসেম্বর স্নাতক(সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভিসি আরো বলেন, ‘অতীতের যেকোন সময়ের তুলনায় এবারের ভর্তি পরীক্ষায় আইন শৃঙ্খলাবাহিনীর সর্বোচ্চ কড়া নজরদারি ও সর্বোচ্চ সতর্কতা বিদ্যমান থাকবে। আমরা ভর্তি পরীক্ষায় সুষ্ঠ ভাবে সম্পন্ন করার মাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন করতে চাই ।’

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, অ্যাসিসটেন্ট প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু, আইআইইআর-এর ডেরেক্টর প্রফেসর ড. মেহের আলী, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, ইবিসাসের সভাপতি মোস্তফা জুবায়ের আলম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

সভায় সাংবাদিকরা ভর্তি পরীক্ষায় কি কি করনীয়, এ বিষয়ে প্রশাসনের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। এসময় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী ও প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আগামী ১ ডিসেম্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য চার শিফটের এ ভর্তি পরীক্ষায় ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা, ৩য় শিফট দুপুর ১টা ৩০মিনিট থেকে বিকাল ২টা ৩০মিনিট এবং ৪র্থ শিফট-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা ৩০মিনিট থেকে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত।

১ ডিসেম্বর প্রথম শিফটে এফ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২য় শিফটে ই ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৬৫২০ এবং ৪র্থ শিফটে রোল নম্বর ০৬৫২১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ ডিসেম্বর ১ম শিফটে ডি ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৬৫২০, ২য় শিফটে রোল নম্বর ০৬৫২১ থেকে ১৩০৪০ এবং ৩য় শিফটে রোল নম্বর ১৩০৪১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩ ডিসেম্বর ১ম শিফটে জি ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৬৫২০, ২য় শিফটে রোল নম্বর ০৬৫২১ থেকে অবশিষ্টদের এবং ৩য় শিফটে এইচ ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৬৫২০, ৪র্থ শিফটে রোল নম্বর ০৬৫২১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪ ডিসেম্বর ১ম শিফটে এ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২য় শিফটে বি ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৬৫২০, ৩য় শিফটে রোল নম্বর ০৬৫২১ থেকে ১৩০৪০ এবং ৪র্থ শিফটে রোল নম্বর ১৩০৪১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর ১ম শিফটে সি ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৬৫২০, ২য় শিফটে রোল নম্বর ০৬৫২১ থেকে ১৩০৪০ এবং ৩য় শিফটে রোল নম্বর ১৩০৪১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ হাজার ২ শত ৭৫টি আসনের বিপরীতে এবার ৮৭ হাজার ৩শত ৬৮টি আবেদপত্র জমা পড়েছে। এ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ২ হাজার ৮৫টি, বি ইউনিটে ৪২০ আসনের বিপরীতে ১৪ হাজার ৪শত ২৪টি, সি ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪ শত ৭২টি, ডি ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৭ শত ২টি, ই ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১৩ হাজার ২৬টি, এফ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৩ হাজার ৭ শত ৭৪টি, জি ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ১শত ৩৪টি এবং এইচ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১০হাজার ৭শত ৫১টি আবেদনপত্র জমা পড়েছে।

এদিকে, শতভাগ ত্রুটিমুক্ত একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেড ফোনসহ সকল প্রকার ইলেক্ট্রনিক্স যন্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে মর্মে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাস সিসি ক্যামারার আওতায় আনা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা বলয় তেরি করা হবে। প্রক্টরিয়াল বডিসহ ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক ক্যাম্পাস পরিস্থি’তি তদারকি করবেন।

 


ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ