Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রাণে বাঁচে গেলেন ইবি ভিসি

প্রকাশিত: ১০ নভেম্বার ২০১৬, ২২:৫১

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর রাশিদ আসকারী গাড়ি দুর্ঘটনায় এবারের যাত্রায় প্রাণে বেঁচে গেলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার ব্রিটিশ টোব্যাকো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ক্যাম্পাস থেকে সকাল ৯টার দিকে তিনি লালনের আখড়ায় শুরু হওয়া লালন উৎসবে যাওয়ার পথে কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সামনে পৌঁছলে হঠাৎ তার গাড়িটি ঝাঁকি দিয়ে ওঠে। চালক আসাদ দ্রুত গাড়ি ব্রেক করে সাইড করেন। পরে তিনি দেখতে পান গাড়ির পিছনের বাম পাশের চাকার ৬টি স্ক্রর ৫টিই খুলে পড়ে গেছে। পরে ভিসি অন্য গাড়িতে লালন উৎসবে যোগ দেন।

এদিকে ভিসির এ গাড়ি দুর্ঘটনা পরিকল্পিত বলে ক্যাম্পাসের বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। দেড়টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছলে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, গ্রিন ফোরামের নেতারা ভিসির সঙ্গে দেখা করে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

এছাড়া এ ঘটনায় বিশ্বদ্যিালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর মো. আনোয়ার হোসেন ও কুষ্টিয়া বিআরটিএ’র মোটরযান পরিদর্শক।

ভিসির গাড়ি চালক মো. আসাদ বলেন, প্রথমে গাড়িতে একটি ঝাঁকি লাগে। পরে খট খট শব্দ হতে থাকলে গাড়ি ব্রেক করে সাইড করি। পরে দেখতে পাই পিছনের চাকার ৫টি নাট খুলে পড়ে গেছে। তবে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।

ভিসি প্রফেসর রাশিদ আসকারী বলেন, আমি পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আমার কাছে সাধারণ ঘটনা বলে মনে হয়নি। এর পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে হয়। এ ব্যাপারে ইবি থানায় জিডির প্রক্রিয়া চলছে।

ঢাকা, ১০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ