Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে দুদিনব্যাপী প্রজেক্ট ফেয়ারের উদ্বোধন

প্রকাশিত: ১০ নভেম্বার ২০১৬, ০০:৩৭

 

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী ‘প্রজেক্ট ফেয়ার-২০১৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী এ মেলার উদ্বোধন করেন।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এ মেলার আয়োজন করেছে। মেলায় পদার্থবিজ্ঞান বিভাগের ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত এক্সিবিট স্পাই রোবট, আ্যান্ড্রয়েড অটোমেশন, ডিজিটাল ডিসপ্লে, ইনটেলিজেন্স হোম সিকিউরিটি সিস্টেম, হোমমেড এয়ার কন্ডিশন, লাইন ফলো রোবট অটোমশেন অ্যান্ড গ্রিন হাউস অটোমেশন অ্যাট দ্য ফেয়ারসহ মোট ৫১টি প্রজেক্ট প্রদর্শন করানো হয়। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের তৃতীয় তলার ৪টি রুমে এ প্রজেক্টগুলো প্রদর্শন করা হচ্ছে।

মেলা প্রদর্শন শেষে বিভাগের ল্যাবরেটরিতে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মনজুরুল হক। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক নাসির উদ্দিন খান।

এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শামছুল আলম, স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহজাহান আলী।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী বলেন , ‘বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে নেই। তার প্রমাণ এই বিভাগের শিক্ষার্থীরা। তারা ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশে মুখ উজ্বল করবে।’ এ সময় বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ