Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাতের অন্ধকারে যবিপ্রবিতে ছাত্রলীগের হামলা: আহত ৩০

প্রকাশিত: ৬ অক্টোবার ২০১৭, ২০:৫১

 

লাইভ প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ুর রহমান হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। 

যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে হলে ডাকাতি করা হয়েছে। অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে লুটপাট ও শিক্ষার্থীদের বেদম মারপিট করা হয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুলিশও সহায়তা করেছে। 

হামলাকারী সন্ত্রাসীদের বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় হলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচানোর জন্য তারা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুলে। পরে পুলিশের সহায়তায় হামলাকারীরা নিরাপদে ক্যাম্পাস থেকে বাহির হয়ে যায়। 

এসময় হলের প্রায় ৩০  শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, শিক্ষার্থী সৌরভ হোসেন, মামুন হোসেন, ইদ্রিস আলী, তুহিন হাওলাদার, শরিফ হোসেন, রাসেল পারভেজ, তানভীর হোসেন, খায়রুল খন্দকার, মেহেদি হাসান মোহন, হিমেল, তৈয়বুর রহমান, জাকারিয়া, নাসিম হাবিব, শাহিনুর রহমান, রায়হান উদ্দিন, অমিত কুমার হাজরা ও জসিম উদ্দিন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে ৫০/৬০ জন বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী শহীদ মশিয়ুর রহমান হলে হামলা চালায়। এসময় শিক্ষার্থীদের জিম্মি করে শতাধিক ল্যাপটপ, আইফোন ও তিন শতাধিক মোবাইল ফোন লুট করে সন্ত্রাসীরা।

 

ঢাকা, ০৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ