Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যবিপ্রবিতে নতুন ৩টি বিভাগ খোলার সিদ্ধান্তে একমত ইউজিসি

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৭, ০২:৪৪

 

লাইভ প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার সিদ্ধান্তের বিষয়ে একমত পোষণ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল। খুব শিগগিরই এই বিষয়ে ইউজিসি যবিপ্রবিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিভাগ তিনটিতে ভর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

বুধবার দুপুরে ইউজিসির সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলির নেতৃত্বে প্রতিষ্ঠানটির চার সদস্যের প্রতিনিধি দল যবিপ্রবি পরিদর্শনে এসে বিভাগ খোলার বিষয়ে একমত পোষণের কথা জানান। প্রতিনিধি দলটি, যবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক শিক্ষার পরিবেশ দেখে সন্তোষও প্রকাশ করেন।

পরে ইউজিসির প্রতিনিধি দলটি যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। এতে সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি। যবিপ্রবির তিনটি বিভাগ খোলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, বিভাগ তিনটি খোলার আবশ্যিকতা ও প্রয়োজনীয়তা রয়েছে। এটা এখন সময়ের দাবি। সার্বিক বিষয়গুলো আমরা ইউজিসিতে জানাব।’

যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে নিবিড় বন্ধন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সবাই সচেষ্ট। বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক ইউজিসির কাছ থেকে যবিপ্রবির উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা পাব বলে আশা করছি।’ যুগের প্রয়োজনে আগামীতে যবিপ্রবিতে আরও কয়েকটি বিভাগ খোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন বিপ্লব কুমার বিশ্বাস, ইউজিসির পরিচালক খন্দকার হামিদুর রহমান, যবিপ্রবির, রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার মোহা. আমিনুল হক, ইউজিসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো: মহিবুল আহসান, মো: হাফিজুর রহমান প্রমুখ।

বর্তমানে যবিপ্রবিতে সাতটি অনুষদের অধীনে ১৯টি বিভাগ রয়েছে। এই তিনটি বিভাগ যোগ হলে যবিপ্রবিতে বিভাগের সংখ্যা হবে ২২টি। গত ৬ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৮ তম (জরুরি) সভায় বিভাগ তিনটি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ