Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি শিক্ষার্থী সালমানকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৬, ০২:০২

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২৬তম ব্যাচের (২০১৩-১৪ সেশন) মেধাবী ছাত্র সালমান শাহাদাত মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুর সাথে পান্ঞ্জা লড়ছে।

নওগাঁ জেলার ধামুইরহাট থানার রসুলবিল গ্রামে জন্ম গ্রহন করে অদম্য এই মেধাবী ছাত্র। ছোটবলা থেকেই শান্তশিষ্ট এই মেধাবী মুখ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে ভর্তি হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

সেখানে প্রথম বর্ষের পরীক্ষায় সিজিপিএ ৩.৫০ অর্জন করে। শিক্ষাজীবনের প্রতিটি স্থানে মেধার সাক্ষর রাখা সালমানকে দেখে অনেকেই পূর্বাভাস করত সে হয়তো একদিন বড় অর্থনীতিবিদ হয়ে দেশ ও জাতির সেবা করবে। আজকে সালমানের থাকার কথা ছিলো বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গনে, থাকার কথা ছিলো বন্ধুদের আড্ডায়, থাকার কথা ছিলো ক্লাসে। কিন্তু বাঁধ সাধে মরণব্যাধি ক্যান্সার।

নিয়তি তাকে নিয়ে যায় হাসপাতালের বেডে। দেশে চিকিৎসা করিয়ে কোনভাবেই সুস্থ না হওয়ায় চিকিৎকগনের পরামর্শে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ৩টি কেমো থেরাপি দেওয়া হয়েছে। তাকে আরো ৭ টি কেমো থেরাপি দিলে সুস্থ হয়ে উঠবে বলে জানান তার চিকিৎসার দ্বায়িত্বে থাকা চিকিৎসকগন। এতে প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন।

কিন্তু তার হতদরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা জোগান দেওয়া সম্ভব নয়। তার চিকিৎসা খরচ জোগান দিতে গিয়ে তার পরিবার আজ নিঃস্ব।তাই তারা বাধ্য হয়ে সমাজের হৃদয়বান মানুষদের কাছে হাত পেতেছেন। সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাঁচতে পারে সালমান, বাঁচতে পারে এক মেধাবী মুখ।

আবারও হাসি ফিরে আসতে পারে সালমানের মুখে, হাসি ফিরে আসতে পারে তার পরিবারের মুখে, হাসি ফিরে আসতে পারে তার বন্ধুবান্ধবসহ, আপনার আামার সকলের মুখে।আসুন আমরা সালমানের পাশে দাড়াই।

সালমানকে বাঁচাতে সাহায্য পাঠান নিম্নোক্ত ঠিকানায়
ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং: ০১৭২৭-৯৭১৭১০০।
বিকাশ: ০১৭১৬-৩২৮২১৯ (পার্সোনাল)।
IBBL A/C ২০৫০১৫৫০২০১৫৮৮৮১০।
মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল (পিতা)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,নযিপুর শাখা।

ঢাকা, ৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ