Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. নেছার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০১৭, ০০:২৯

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ। শনিবার সকাল ১০ টায় তিনি মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সভাকক্ষে অনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী তাকে দুই বছরের জন্য এ পদের জন্য নিয়োগ দিয়েছেন।প্রফেসর ড. নেছার উদ্দিন সাবেক ডিন বাংলা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। ড. হাবিবুর রহমান স্বেচ্ছায় চাকুরি ও ডিনের পদ থেকে অবসর নেন।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. আব্দুল মালেকের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম জিল্লু, লোক-প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে প্রফেসর ড. আব্দুল মোত্তালিব, প্রফেসর ড. আব্দুস সালাম, প্রফেসর ড. ওবাইদুল ইসলাম, প্রফেসর ড. এ. কে. এম. মফিজুল ইসলাম, প্রফেসর ড. সাইফুল গণি নেমান, প্রফেসর ড. কাউছার এম বাকী বিল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্টানে ড. নেছার উদ্দিন আহমদ বলেন, ‘আমার প্রথম পদক্ষেপ থাকবে অনুষদকে সেশনজট মুক্ত করা। এসময় তিনি অনুষদকে আধুনিক ও মানসম্পূর্ণ অনুষদে পরিনত করতে সকলের সহযোগিতা কামনা করেন।’

 

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ