Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাড়ে চারশ পরিবারকে ত্রাণ দিল যবিপ্রবি

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৭, ০০:৫৩


লাইভ প্রতিবেদক: আর্ত মানবতার ডাকে সাড়া দিয়ে যশোরের মনিরামপুর ও অভয়নগরের চারটি ইউনিয়নের সাতটি গ্রামের সাড়ে চারশো বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

রোববার দুপুরে মনিরামপুর ও অভয়নগর এলাকায় ত্রাণ বিতরণ করেন যবিপ্রবির দুটি দল। মনিরামপুরের দুটি ইউনিয়নে ত্রাণ দেন যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন।

খানপুর ইউনিয়নের দক্ষিণ ভরতপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: আনোয়ার হোসেন বলেন, বানভাসী মানুষকে সাহায্যের জন্য আমরা এখানে এসেছি। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। দীর্ঘদিন ধরে জানি, এটা স্থায়ী জলবদ্ধতা। আমরা যখন সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলব, তখন আপনাদের এই দুর্ভোগের বিষয়টি তুলে ধরব।

দুর্যোগের সময় মানুষের সাহায্যে এগিয়ে আসায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান খানপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে মানবতার সেবায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে, এ জন্য খানপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ধন্যবাদ জানাই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোরবাসীর কাছে গর্ব বলেও মন্তব্য করেন তিনি। এরপর যবিপ্রবির ভিসি ত্রাণ বিতরণ করতে যান দুর্বাডাঙ্গা ইউনিয়নের কামিনীডাঙ্গা, কুশখালী ও আসাননগর গ্রামে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. সাইবুর রহমান মোল্লা, মৎস্য ও মেরিন বায়ো-সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুব্রত ম-ল, অণুজীব বিজ্ঞান বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর প্রভাষ চন্দ্র রায়, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শাহিন শাহ্, দুর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সরদার বাহাদুর আলী প্রমুখ।

অন্যদিকে অভয়নগর এলাকার চলিশিয়া ইউনিয়নের আন্ধা ও ডুমুরতলা গ্রাম ত্রাণ বিতরণ করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর শেখ আবুল হোসেন। পরে মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নেও ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় প্রফেসর শেখ আবুল হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান চিকিৎসা কর্মকর্তা দীপক কুমার মন্ডল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক হেলালুল ইসলাম প্রমুখ।

 

ঢাকা, ২৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ