Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অভিন্ন নীতিমালা প্রত্যাখানের দাবি ইবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ২২:১৪

ইবি লাইভ: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অভীন্ন নীতিমালার অসংগতিপূর্ন ধারা প্রত্যাখানের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও সাধারণ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন কর্তৃক প্রণীত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রণীত নতুন অভীন্ন নীতিমালায় অসংগতিপূর্ণ ধারা অন্তর্ভূক্ত করা হয়েছে তা সুরাহা না করা পর্যন্ত ইবি শিক্ষক সমিতি গ্রহন করবে না। যে সকল শিক্ষকদের পদোন্নতি ইতোমধ্যে পাওনা হয়েছে তাদের পূর্বের নীতিমালা অনুযায়ী পদোন্নতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করা হয়েছে।

এছাড়াও নীতিমালায় অসামঞ্জস্য বিষয় চিহ্নিত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্টি একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলো ব্যাবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মহবুবুল আরফিন ও কম্পিউটার স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ প্রতবেদনটি শিক্ষা মন্ত্রনালয়, ইউজিসি, বিশ্বাবিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ