Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবিতে মুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ!

প্রকাশিত: ২২ জুলাই ২০১৭, ০৬:৩৮

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযোদ্ধার সন্তানসহ তিনজনকে পিটিয়েছে ছাত্রলীগের সাধরণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মীরা। ওই মুক্তিযোদ্ধার সন্তানের নাম আব্দুর রহীম। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক

এছাড়াও সদ্য সাবেক কমিটির সাবেক দুই সহ-সম্পাদক মনির খান এনায়েত করিম তপুকেও এসময় মারধোর করে তারা। শুক্রবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নীচ তলায় ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়

প্রত্যাক্ষদর্শী দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহীম, সাবেক সহ-সম্পাদক এনায়েত করিম তপু মনির খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৬ নং রুমের একটি সিটে নাইম নামে এক শিক্ষার্থীকে থাকার জন্য উঠায়

সংবাদ শুনে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের কামরুল হাসান অনিক, তৌফিকুর রহমান তুষার, শাহজালাল সোহাগসহ ১৫-২০জন নেতাকর্মীরা তাদের উপর চাড়াও হয়

এসময় তাদেরকে এলাপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকলে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা চলে গেলে সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে আব্দুর রহীমসহ অন্য দুইজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আব্দুর রহীম বর্তমানে সভাপতির গ্রুপ করে বলেও জানা যায়

এবিষয়ে আব্দুর রহীমের জানায়, ছাত্রলীগের কর্মীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, এমনকি আমাকেও হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তার কিছুক্ষন পরেই সাধারণ সম্পাদকের লেলিয়ে দেওয়া কর্মীরা আমার উপর চড়াও হয়

বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি

প্রক্টর প্রফেসর . মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়ে উভয় পক্ষকে সতর্কতার মাধ্যমে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ